সায়ন সাহা, শিলিগুড়ি
ফেলো কড়ি মাখো তেল। এবার শিলিগুড়ির কুমোরটুলিতে ছবি বা ভিডিও তুলতে হলে গুনতে হবে নগদ টাকা। নতুন ব্যবস্থা চালু হতেই মুখ শুকিয়েছে অনেকের।
পুজো আসলেই কুমোরটুলিতে উপচে পড়ে ভিড়। কেউ শাড়ি পরে ধুনুচি নাচেন, কেউ আবার মাটির প্রতিমার সামনে দাঁড়িয়ে রিল বানান। কেউ অসুরের পা ধরে ফটোশ্যুট করেন। প্রায় প্রতিদিন লাইট, ফোন, ক্যামেরা নিয়ে হাজির হন ব্লগার ও ইউটিউবাররা। প্রতি পুজোতেই এই অবস্থা চলায় এবার অন্যরকম চিন্তাভাবনা শিলিগুড়ির কুমোরটুলিতে।
#REL