দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ হচ্ছে কি হচ্ছে না— সেই নিয়ে জল্পনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনকে ঘিরে। যদিও অভিষেক স্পষ্ট জানিয়েছিলেন, এই সব গুজবের কোনও ভিত্তি নেই, তবু তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহল পিছু ছাড়েনি। তবে এই সব জল্পনার মাঝেই ফের ভাইরাল হয়েছে অভিষেকের একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে স্ত্রীর জন্য তাঁর মুখে ছিল গর্বের ছাপ।
২০১৬ সালে এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘‘ঐশ্বর্যা ভালবাসায় ভরা একজন মানুষ। ও কখনওই চিৎকার করে না। ওকে রেগে যেতে দেখার জন্য আপনাকে সত্যিই খুব খারাপ কিছু করতে হবে।’’
#REL