দ্য ওয়াল ব্যুরো: আসানসোলে এক বছরে পা রাখল ডায়েটিশিয়ান সুপর্ণা দত্ত চ্যাটার্জীর ক্লিনিক ‘বিইং হেলদি’। গত বছর উদ্বোধনের পর থেকে নিয়মিত বহু সংখ্যক রোগীর সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। আর ঠিক এক বছরের মাথায় বর্ষপূর্তিতে নানা আয়োজনের সাক্ষী থাকল আসানসোল।
এই ক্লিনিকে রোগীদের শারীরিক চাহিদা অনুযায়ী তৈরি করা হয় ডায়েট চার্ট। শুধু খাদ্যতালিকাই নয়, যোগব্যায়াম এবং ফিটনেস ট্রেনিংও পরিচালিত হয় এখানে। শরীরের গঠন থেকে মানসিক দিক, সব দিক খতিয়ে দেখেই রোগীদের ডায়েট সংক্রান্ত পরামর্শ দেন সুপর্ণা।