দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) জার্নি শুরুর আগে পাকিস্তান শিবিরে উদ্বেগ। কেন্দ্রে অধিনায়ক সলমন আলি আঘা (Salman Ali Agha)। যিনি বুধবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনে বেশিরভাগ সময় অনুপস্থিত ছিলেন। গলায় টান লাগায় ব্যান্ডেজ বেঁধে মাঠের ধারে বসে থাকতে দেখা যায়। ফলে ছড়িয়ে পড়ে জল্পনা—চোট কতটা গুরুতর? রবিবার ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে তিনি সুস্থ হতে পারবেন তো?