দ্য ওয়াল ব্যুরো: নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। প্রাথমিকভাবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটাররা আসতে শুরু করেন। এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট পর্ব এগোচ্ছে। নির্বাচন ঘিরে কোথাও কোনও অশান্তির খবর মেলেনি।