দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) মতোই এ বছর জেলার পুজোতেও কড়াকড়ি নিরাপত্তা (Security)। মহালয়া থেকে বিসর্জন (Durga Puja)-কার্নিভাল পর্যন্ত ভিড় নিয়ন্ত্রণে নজরদারি চালাবে রাজ্য পুলিশ। কোথায় কেমন ভিড় হয়, তার ‘হোমওয়ার্ক’ আগেভাগেই সেরে ফেলছে বাহিনী।
শুক্রবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম বলেন, ‘‘যে জেলায় যেমন ভিড় হয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাতে ঠাকুর দেখতে বেরোবেন অনেকে, তাঁদের সুরক্ষার বিষয়েও কড়া নজর থাকবে। প্রয়োজনে সদর দফতর থেকেও অতিরিক্ত পুলিশ পাঠানো হবে।’’
#REL