দ্য ওয়াল ব্যুরো: সিবিআই (CBI) তদন্তে তাড়াহুড়ো, চার্জশিটে গুরুত্বপূর্ণ তথ্যের অনুপস্থিতি, সাক্ষীদের ভিন্নমত— সব মিলিয়ে সোমবার হাইকোর্টের (Kolkata High Court) এজলাসে সরগরম বিতর্ক। পরেশ পাল (Paresh Paul) ও রত্না সরকারের অন্তরবর্তী জামিন মামলার শুনানিতে সিবিআই নিয়ে বিচারপতির পর্যবেক্ষণ, “আপনারা অতিরিক্ত তথ্য দিলেন না কেন? পাঁচ বছরে কী কী নতুন তথ্য এল, স্পষ্ট বলুন।”