দ্য ওয়াল ব্যুরো: একসময় মনে করা হত ফ্যাটি লিভার রোগ মূলত মধ্যবয়সী অলস জীবনযাপন এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদেরই সমস্যা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, এই রোগ নিঃশব্দে ছড়িয়ে পড়ছে শিশু ও কিশোরদের মধ্যেও। একসময় বিরল বলে যা মনে করা হত, এই পেডিয়াট্রিক সমস্যা এখন পরিণত হয়েছে এক বড় জনস্বাস্থ্য–সঙ্কটে। তার মূলে রয়েছে শিশুদের দ্রুত বেড়ে চলা ওবেসিটি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং কমতে থাকা শারীরিক কসরত।
এই প্রবণতা ভয়াবহ, শুধু আক্রান্ত শিশুর সংখ্যার দিক থেকেই নয়, বরং দীর্ঘমেয়াদে তাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাবের জন্যও।
#REL