দ্য ওয়াল ব্যুরো: পায়ের পাতায়, গোড়ালিতে হালকা ফোলাভাব (leg swelling) দেখা দিলেও দৈনন্দিন ব্যস্ততায় অনেকেই তা অবহেলা করেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটাহাঁটির পর পা, গোড়ালি কিংবা পায়ের পাতা ফুলে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই তা তেমন গুরুতর কিছুর ইঙ্গিত নয়। কিন্তু সব ফোলাভাবই যে 'নিরীহ' নয় (leg swelling causes and health risk), তা মনে করিয়ে দিলেন ২৫ বছরের অভিজ্ঞতা-সম্পন্ন মার্কিন কার্ডিওভাসকুলার সার্জন জেরেমি লন্ডন।
তাঁর মতে, এমন কিছু উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গেই সতর্ক হওয়া জরুরি (when leg swelling is dangerous)। তাতে আগেভাগেই বড় কোনও সমস্যা এড়ানো সম্ভব।
#REL