দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিহারের নির্বাচনী প্রচারে (Bihar Elections) রাজ্যের বিরোধী দলগুলিকে ফের একবার কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বললেন - আরজেডি (RJD) তথা মহাগঠবন্ধন (Alliance) বিহারের তরুণ প্রজন্মকে ভুল পথে চালিত করতে চাইছে! মোদী দাবি, বিরোধীদের লক্ষ্য ওদের শিক্ষিত যুবক নয়, বরং গুন্ডা করে তোলা। অন্যদিকে, এনডিএ সরকার (NDA Govt) যুবসমাজকে কম্পিউটার ও খেলাধুলার সুযোগ দিচ্ছে - এই বার্তাই দেন প্রধানমন্ত্রী।