দ্য ওয়াল ব্যুরো: অন্য রাজ্যগুলির মত বিহারেও (Bihar Election) বিভিন্ন দল ও জোটের তরফে সুবিধা বিলির প্রতিযোগিতা চলছে বেশ কিছুদিন যাবৎ। তাতে অবশ্য চমকপ্রদক ঘোষণায় আলোচনায় অনেকটা এগিয়ে গেলেন বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। বিহারের বহু বিতর্কিত মদনীতিতে আগামী দিনে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। নির্বাচনী ইশতেহার প্রকাশ করে আরজেডি (RJD) সুপ্রিমো বলেছেন, সরকার গড়তে পারলে বিহারের নিজস্ব দেশীয় মদ তৈরি ও বিক্রির অনুমতি দেবেন তিনি।