দ্য ওয়াল ব্যুরো: রেলের আরও একটি মামলায় সোমবার বড় ধরনের বিপাকে পড়লেন বিহারের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ( Lalu Prasad Yadav), রাবড়ি দেবী ও তাদের পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। দিল্লির আদালত এই মামলায় সিবিআই (CBI) এর চার্জশিটে মান্যতা দিয়ে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন। এই মামলায় লালু প্রসাদ ও তাঁর স্ত্রী পুত্রের বিরুদ্ধে অভিযোগ রেলের দুটি হেরিটেজ হোটেল বেসরকারি হাতে দেওয়াতে বিপুল টাকার নয় ছয় করা হয়েছে। বিচারকের মতে এর ফলে সরকারি কোষাগারে বিশাল অংকের ক্ষতি হয়েছে।