দ্য ওয়াল ব্যুরো: ভারতের ভূখণ্ডে ঢুকে পহেলগামের (Pahalgam Incident) বৈসরণ উপত্যকায় রক্তঝরা নৃশংসতা ঘটিয়েছে পাক জঙ্গিরা। এপ্রিলের সেই ভয়াল ঘটনার পর পেরিয়ে গিয়েছে প্রায় দু’মাস। ২৬ জন নিরীহ মানুষের প্রাণ যাওয়ার পরও এখনও অধরা হামলাকারীরা। প্রশ্ন একটাই—এই দায় কার? কেন এখনও জঙ্গিদের সন্ধান নেই?