দ্য ওয়াল ব্যুরো: এসআইআরের (SIR) জন্য এনুমারেশন ফর্ম (Enumeration Form) ফিল-আপ করতে হচ্ছে ভোটারদের (Voters)। কিন্তু সেই ফর্ম ফিল-আপ (Form Fillup) নিয়ে নানাবিধ প্রশ্ন থেকেই যাচ্ছে। তার জবাব দিতেই ইতিমধ্যে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের সিইও দফতর (WB CEO Office)। সেখানে একটি বিশেষ বিষয় নিয়েও সতর্ক করা হয়েছে সমস্ত ভোটারদের। সেটি হল - ওটিপি (OTP)।