দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৯০ শতাংশ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের (Enumeration Form) কাজ শেষ হলেও এ পর্যন্ত মাত্র ১৮ লক্ষ ৭০ হাজার মৃত ভোটারকে (Dead Voter) চিহ্নিত করা হয়েছে। স্থানান্তরিত ভোটার ও ডুপ্লিকেট ভোটারের (Duplicate Voter) সংখ্যা মিলিয়ে ৩৫ লক্ষ ভোটারের নাম এখনও বাদ গিয়েছে। অভিযোগ উঠছে, তিন তিনবার করে ভোটারদের বাড়ি যাওয়ার পরও বেশ কিছু জেলায় মৃত, শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারদের পরিসংখ্যান আপলোড করছেন না বিএলও-রা। যে কারণে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission)।