দ্য ওয়াল ব্যুরো: ভারতকে শুল্ক (tariff) গুঁতোয় জেরবার করে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donal Trump) যখন বেপরোয়া হয়ে উঠেছেন, ঠিক সেই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন (Narendra Modi China visit) সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। আবার এরই মধ্যে মস্কোয় পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের কূটনৈতিক, প্রতিরক্ষা, কৌশলগত ও সাংস্কৃতিক সম্পর্ক কালোত্তীর্ণ।। তবে যে সময়ে ডোভালের এই রাশিয়া সফর, তা যেন এতে আরও মাত্রা জুড়ে দিয়েছে। কারণ, ট্রাম্প যখন রাশিয়া থেকে তেল কেন নিয়ে নয়াদিল্লির বিরুদ্ধে ভ্রুকুটি তুলেছেন, তখনই সাউথ ব্লক