দ্য ওয়াল ব্যুরো: পরমাণু কেন্দ্রে আমেরিকার (America) নজিরবিহীন বিমান হানার ঠিক এক দিন পরই কড়া জবাব দিল তেহরান (Tehran)। সোমবার ইরান (Iran) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তারা দাবি করেছে— দোহায় (Doha) আমেরিকার বৃহত্তম ঘাঁটি আল-উদেইদ এয়ার বেস-এ সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার নামকরণ করা হয়েছে ‘অপারেশন বশারাত ফতেহ’।