দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (DOnald Trump) দাবি করলেন, রুশ তেল (Russian Oil) আমদানির জন্য ভারতের উপর আমেরিকার ধার্য করা ৫০ শতাংশ শুল্ক মস্কোর (Moscow) অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তাঁর মতে, রাশিয়ার অর্থনীতি ইতিমধ্যেই চাপে রয়েছে, আর এই শুল্ক পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
হোয়াইট হাউস (White House) থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “রাশিয়াকে এখন নিজের দেশ গড়ার কাজে মন দিতে হবে। এত বড় দেশ, বিপুল সম্ভাবনা— কিন্তু তারা ভাল করছে না। তাদের অর্থনীতি এখন একেবারেই ভাল অবস্থায় নেই। আমাদের এই পদক্ষেপে তা আরও বিপর্যস্ত হয়েছে।”