দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানি জঙ্গি ইন্দরজিৎ সিং গোসাল কানাডায় জামিনে মুক্তি পেয়েই ভারত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে হুমকি দিল। হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকে বিদেশের মাটিতে খলিস্তানি আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া শিখস ফর জাস্টিসের শীর্ষস্তরীয় জঙ্গি নেতা গোসাল কানাডায় গ্রেফতার হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন। হেফাজত থেকে বেরিয়েই তিনি বলেন, ভারত মনে রেখো, আমি বাইরে বেরিয়ে এসেছি।