দ্য ওয়াল ব্যুরো: ফরিদাবাদের আল-ফলাহ বিশ্ববিদ্যালয়ের (Al-Falah University) হোস্টেলের একেবারে সাদামাটা, স্যাঁতসেঁতে ঘর নম্বর ১৩। দেখতে যতই সাধারণ হোক, তদন্তে উঠে এসেছে, এই ঘরটিই ছিল দেশের রাজধানী দিল্লি (Delhi) ও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) একাধিক জঙ্গি হামলার গোপন আস্তানা। এখান থেকেই ‘হোয়াইট কলার’ সন্ত্রাসের পরিকল্পনা করছিলেন একদল তরুণ চিকিৎসক— যাঁরা এখন পুলিশের জালে।
তদন্তকারী সংস্থার দাবি, বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং নম্বর ১৭-এর ওই ছেলেদের হোস্টেলের ঘর ছিল জঙ্গি মডিউলের মিটিং পয়েন্ট। এখানেই নাকি তৈরি হচ্ছিল হামলার নকশা, দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হচ্ছিল।