শুভম সেনগুপ্ত
বিহারের পূর্ণিয়ায় ‘ভোটার অধিকার যাত্রা’র (Voter Aadhikar Yatra) মাঝে বাইক র্যালির সময় এক যুবক আচমকাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi Kiss) বাইক থামিয়ে তাঁর গালে চুমু খেয়ে (Rahul Gandhi) বসেন। কংগ্রেস কর্মী ও নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ওই যুবককে ধরে সরিয়ে দেন। এমনকি ভিড়ের মধ্যেই তাঁকে সপাটে চড় মারেন কয়েকজন। এই আকস্মিক ঘটনায় যখন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তখন হঠাৎ মনে পড়ে যেতে পারে ওয়েনাড়ের ঘটনা। যার প্রেক্ষাপট জানতে ফিরে তাকাতে হবে ২০১৯ সালের দিকে।