দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটে (Bihar Election) আরও করুণ দশা হল কংগ্রেসের (Congress)। গত বিধানসভা ভোটে ৭০টি আসনে লড়ে ১৯টিতে জিতেছিল তারা। এবার শেষমেশ ৫টিতে জিতবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আগের তুলনায় ভোট শতাংশও কমেছে কংগ্রেসের। ৯.৪৮ শতাংশ থেকে কমে তা হয়েছে ৮.৮০ শতাংশ।