দ্য ওয়াল ব্যুরো: ‘ব্রাজিলিয়ান মডেল’ (Brazilian Model) বিতর্কে কেন্দ্রবিন্দুতে থাকা মহিলা দাবি করলেন, যে নকল ভোটার কার্ডটি কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রকাশ করেছিলেন— সেটি তাঁর নয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মহিলা, মুনেশ নামে পরিচয় দিয়ে বলেন, “আমার কার্ডে আমারই ছবি আছে। রাহুলজি যেটা দেখিয়েছেন, ওটা আমার নয়। আমি নিজে ভোট দিয়েছি, জানি না ওই ছবিটা কার।”