দ্য ওয়াল ব্যুরো: বাংলায় যখন ভোটার তালিকায় সংশোধনের প্রক্রিয়া (SIR in West Bengal) চলছে তখন হরিয়ানায় ভোটার তালিকা নিয়ে বড় অভিযোগ তুললেন রাহুল গান্ধী। রাহুলের দাবি, হরিয়ানায় ব্যাপক ভোট চুরি হয়েছে। প্রতি ৮টি ভোটারের মধ্যে একজন ভোটার ভুয়ো। অন্তত ২৫ লক্ষ ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে তালিকায়। শুধু তা নয়, রাহুল এদিন এক ভোটারের ছবি দেখিয়ে বলেন, এই এক মহিলার ছবি ব্যবহার করে অন্তত ২২ বুথে ভোটার আইডি বানানো হয়েছে। কোথাও তাঁর নাম সীমা, কোথাও স্যুইটি। আর সব বুথেই তিনি ভোট দিয়েছেন। এই মহিলা আসলে ব্রাজিলিয়ান মডেল। আবার এক মহিলার ছবি ব্যবহার করে ২২৩টি বুথে ভোটার আইডি বানানো হয়েছে। এবং এট