দ্য ওয়াল ব্যুরো: চিলিতে বিশ্ববিদ্যালয়ের (Chile University) ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় ফের বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারতের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক কাঠামো নিয়ে তাঁর মন্তব্যে চটে গিয়েছে বিজেপি (BJP)। অভিযোগ, রাহুল বিদেশের মাটিতে ফের দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন।
ইউনিভার্সিটি অফ চিলির এক অনুষ্ঠানে রাহুল বলেন, “ভারতের শিক্ষা ব্যবস্থায় যে কৌতূহল ও স্বাধীনভাবে ভাবার ক্ষমতা থাকা উচিত, তা আজ বিপদের মুখে। যুক্তি, বিজ্ঞান ও মুক্তচিন্তার যে ধারাটি ছিল, তা বর্তমানে প্রবল আক্রমণের মুখে পড়েছে।”