দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মৃত ব্যক্তির SIR ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করেছিল এক বাংলাদেশি যুবক। এমনই অভিযোগে শোরগোল পড়ল ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।
২০১৫ সালে মারা যান ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহসিন খান। অভিযোগ, তাঁর নামে আসা SIR ফর্ম ফিলআপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মইদুল খান জানতে পারেন তাঁর ভাইয়ের গণনা ফর্ম ফিলআপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম। এবং তা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। এরপরই এলাকায় শোরগোল পরে যায়।