কাজল বসাক, নদিয়া: একটু বেলা বাড়লেই দোকানের ঝাঁপ তুলে রান্নার প্রস্তুতি শুরু করে দিতেন দোকানি। এগরোল, চিকেন রোল,মোগলাই, বিরিয়ানি। স্বাদের টানে বিকেল হলেই ভিড় বাড়ত দোকানে। তবে সেখানে যে অন্য মধুরও খোঁজ মেলে তা আর কে জানত!
আশেপাশের দোকানদারদের সন্দেহ হচ্ছিল কয়েকদিন ধরেই। কিন্তু প্রমাণ মিলছিল না। অবশেষে তক্কে তক্কে থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা ধরে ফেললেন এক মক্ষীরানি-সহ তিনজনকে। চপের দোকানের আড়ালে অসামাজিক কার্যকলাপের এই ঘটনা সামনে আসতেই তুমুল শোরগোল পড়ল তেহট্ট মহকুমার বেতাই বাজারে।
#REL