দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন প্রান্তে সবজির ফলন মার খাওয়ায় বাজারে চড়চড় করে দাম বাড়ছে লঙ্কা ও বেগুনের। শুক্রবার সকাল সকাল সেই পরিস্থিতি খতিয়ে দেখতে কোলে মার্কেটে (Kole Market) হানা দিল রাজ্য সরকারের টাস্ক ফোর্স (Task Force)। পাইকারি বাজারে (Market) ঢুকে একের পর এক দোকানে দামের (Price) হেরফের দেখে চোখ কপালে ওঠে আধিকারিকদের।
টাস্ক ফোর্সের এক সদস্য জানান, ‘‘একই বাজারে কোথাও বেগুন বিক্রি হচ্ছে ৫০০ টাকা পাল্লা, আবার কোথাও ৪০০ টাকা, কারও দোকানে ২৫০ টাকা। এটা চলতে পারে না। সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে।’’
#REL