দ্য ওয়াল ব্যুরো: বর্ষা প্রবেশের পর থেকেই দক্ষিণবঙ্গজুড়ে ছিটেফোঁটা থেকে মুষলধারে বৃষ্টি চলছে। সেই ধারাই আরও জোরদার হতে চলেছে চলতি সপ্তাহে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে ২৪ জুলাই, বৃহস্পতিবার। তার জেরে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।