দ্য ওয়াল ব্যুরো: ২৫ মে রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশ বেশির ভাগ সময় আংশিক মেঘলা থাকবে। আগামী সপ্তাহ জুড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।