দ্য ওয়াল ব্যুরো: অধ্যক্ষের নির্দেশ না মানায় কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে (Manoj Oraon) সাসপেন্ড (Suspend) করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মার্শাল দিয়ে তাঁকে হাউস থেকে বের করে দেওয়া হয়েছে। চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড থাকবেন তিনি।