দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়া (Purulia) জেলা তৃণমূলের নেতৃত্বকে (TMC) নিয়ে সোমবার কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অগস্টের শুরু থেকেই জেলাভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই অধিকাংশ জেলার সঙ্গে বৈঠক শেষ হলেও পুরুলিয়ার জন্য আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, গত কয়েক দফার নির্বাচনে পুরুলিয়ায় ঘাসফুল শিবিরের ফলাফল আশানুরূপ হয়নি।