দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার ডুরান্ড কাপে খেলেই ইতিহাস গড়েছে ডায়মন্ড হারবার স্ট্রিট এফসি (DHFC)। ডেবিউ সিজনেই ফাইনালে পৌঁছে নজির গড়েছে পশ্চিমবঙ্গের চতুর্থ সর্বাধিক জনপ্রিয় এই ফুটবল ক্লাব। তবে ফাইনালে শিরোপা হাতছাড়া হয় তাদের। দ্বিতীয়বারের জন্য ট্রফি জেতে নর্থইস্ট ইউনাইটেড এফসি (NEUFC)।