দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে রাজ্যে (West Bengal) শুরু হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়া। বিএলও (BLO)-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। আর সেই কাজের মাঝেই মারধরের অভিযোগ উঠল বিজেপির বিএলএ-২ (BLA) কর্মীর উপর। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে (Hingalgunj) ঘটেছে এই ঘটনা।