দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে রাজ্য-রাজনীতিতে একটাই আলোচ্য বিষয় - এসআইআর (SIR)। তৃণমূল কংগ্রেস (TMC) প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। এও দাবি করা হয়েছে যে, এসআইআর হচ্ছে এনআরসি (NRC) করার ঘুরপথ! যদিও এইসব দাবি-অভিযোগকে গুরুত্ব না দিয়েই গত সোমবার বাংলায় এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তারপর থেকেই আরও সক্রিয় শাসক শিবির।