দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বালেশ্বর (Odisha Balasore) জেলার সিমুলিয়া থানার জামুজহাদি চকের কাছে জাতীয় সড়কে হাওড়ার তৃণমূল বিধায়কের (Howrah TMC MLA) গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্থানীয় বাইক চালক রাধাকান্ত লেনকার। রাধাকান্ত পেশায় একটি বিদ্যালয়ের পিয়ন, বাড়ি ওড়িশার সজনপুর গ্রামে।