দ্য ওয়াল ব্যুরো: বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর উঠেছে নতুন বিতর্ক। প্রকাশিত তালিকা ঘেঁটে দেখা যাচ্ছে, প্রায় ৩ লক্ষ ভোটারের ঠিকানায় বাড়ি নম্বর লেখা হয়েছে ‘০’, ‘০০’ বা ‘০০০’। শুধু তাই নয়, জামুই জেলার চৌডিহা পঞ্চায়েতের আমিন গ্রামে ২৩০ জন বাসিন্দার ঠিকানা নথিভুক্ত হয়েছে একই, ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বাড়ি।