দ্য ওয়াল ব্যুরো: বিহারের ভোটে (Bihar Election) এনডিএ ফের ক্ষমতায় এলে নীতীশ কুমারই (Nitish Kumar) কি ফের মুখ্যমন্ত্রী (Bihar CM) হবেন? নাকি তাঁর হাল হবে মহারাষ্ট্র (Maharashtra) একনাথ শিন্ডের মতো। গত বছর নভেম্বরে সেখানে শিন্ডেকে সরিয়ে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিশ।
বিহারে এনডিএ সরকারিভাবে নীতীশকে ফের মুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করলেও শেষ পর্যন্ত ভোটের পর কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মঙ্গলবার পূণিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর।