দ্য ওয়াল ব্যুরো: স্বামীর সঙ্গে তুরস্ক (Turkey) ঘুরতে গেছিলেন বেথ। কিন্তু সেখানে পৌঁছেই তিনি অসুস্থ বোধ করেন। বিদেশ ভ্রমণের মজা এক লহমায় বিষাদে পরিণত হয় কারণ ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান! কীভাবে বেথের মৃত্যু হল তা বুঝতেই তাঁর পরিবারের ঘুম উড়েছে। এদিকে আরও একটি বিষয় জানতে পেরে কার্যত দিশেহারা অবস্থা তাঁদের। অটোপসিতে (Autopsy) ধরা পড়েছে, বেথের হৃৎপিণ্ডই 'মিসিং' (Heart Missing)।