তিয়াষ মুখোপাধ্যায়
হার্টের যত্ন (Heart Care) মানে শুধুই ডাক্তারি প্রেসক্রিপশন নয়— জীবনযাত্রার শৃঙ্খলা, সচেতনতা সেই সঙ্গে জরুরি। আর বর্তমান সময়ে তার সঙ্গেই সমান জরুরি প্রযুক্তির সঠিক ব্যবহার। ‘দ্য ওয়াল আরোগ্য’-র (The Wall Arogya) ‘হার্ট ভাল রাখার আর্ট’ (Heart Bhalo Rakhar Art) অনুষ্ঠানের মঞ্চে সে কথাই মনে করিয়ে দিলেন কলকাতার তথা পূর্ব ভারতের খ্যাতনামা কার্ডিওলজিস্ট ডাঃ কুণাল সরকার (Doctor Kunal Sarkar)।