দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে (Heavy Rainfall) বিপর্যস্ত শহরের ((Kolkata) বহু রাস্তা। প্রশ্ন উঠছে নিকাশি ব্যবস্থা নিয়ে। যদিও কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দাবি, শহরের নিকাশি ব্যবস্থা (Waterlogging) আগের চেয়ে অনেক উন্নত। এখন বৃষ্টি হলেও জল দাঁড়াচ্ছে না, অতিবৃষ্টিতেও দ্রুত জল সরছে।