দ্য ওয়াল ব্যুরো: লন্ডনের কেনিংটন ওভাল। পঞ্চম টেস্টের তৃতীয় দিন। গ্যালারিতে কালো সানগ্লাস চোখে রোহিত শর্মা। মাঠে তখন ব্যাট হাতে ঝড় তুলছেন যশস্বী জয়সওয়াল। বিদেশের মাটিতে চতুর্থ সেঞ্চুরির পথে এগোচ্ছেন তিনি। চলতি সফরের শুরুটা আগুনে মেজাজে হলেও ফর্ম ধরে রাখতে পারেননি। উদ্বোধনী টেস্টে সেঞ্চুরির পর লাগাতার ব্যর্থতা। অত:পর পঞ্চম তথা অন্তিম টেস্টে দেখা দিলেন স্বমহিমায়। হাঁকালেন শতরান। আর দিনের খেলা শেষ হতেই ফাঁস করলেন ফর্মে ফেরার রহস্য! জানালেন, প্রাক্তন টেস্ট অধিনায়ক রোহিতের একটি বার্তাই তাঁকে আরও সাহস জুগিয়েছে।