দ্য ওয়াল ব্যুরো: অবশেষে চলতি অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওডিআই ম্যাচে এসে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। জয়ের দুই কাণ্ডারি সেই বিরাট কোহলি ও রোহিত শর্মা (Rohit Sharma, Virat Kohli)। এই দুই মহারথীর জুটিতে উঠল অপরাজিত ১৬৮
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ বিশ্বকাপের পর থেকেই ভারতীয় ক্রিকেটে দুই স্তম্ভ রোহিত শর্মা এবং বিরাট কোহলির ক্রিকেট-প্রস্তুতিতে যেন এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই দুই তারকার 'খিদে' বা 'আকাঙ্ক্ষা'র স্তরে বড় পার্থক্য দেখা যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং প্রস্তুতি দেখে মনে হচ্ছে, রোহিত শর্মা যেখানে নিবিড় অনুশীলনের মাধ্যমে নিজেকে ওয়ানডে সেটআপে ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, সেখানে বিরাট কোহলির মধ্যে সেই তীব্রতার অভাব দেখা যাচ্ছে।
দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ, প্রথম দায়িত্ব—আর সেখানেই ব্যর্থ শুভমান গিল (Shubman Gill)। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার (Australia) কাছে দ্বিতীয় ওয়ান ডে–তেও হেরে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করল ভারত (India)। ম্যাচ শেষে গিলের গলায় হতাশা—‘রান মোটেও খারাপ ছিল না। কিন্তু আমরা সুযোগগুলো নষ্ট করেছি!’
দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নের প্রত্যাবর্তন রূপ নিল বিপর্যয়ে। যখন মনে করা হচ্ছিল, অস্ট্রেলিয়ায় এসে একদিনের সিরিজে রান তুলে সমালোচকদের মুখ বন্ধ করবেন, ঠিক তখনই অ্যান্টিক্লাইম্যাক্স! পরপর দুটো ম্যাচে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে–তে চার বল খেলে এলবিডব্লিউ হন জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) ইনসুইং ডেলিভারিতে। সিদ্ধান্তে সন্দেহ থাকলেও রিভিউ নেননি।
দ্য ওয়াল ব্যুরো: এক সময় ভারতের (India) ওয়ান ডে দলের নিরঙ্কুশ অধিনায়ক। আজ সেই রোহিত শর্মা (Rohit Sharma) নাকি দলের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু থেকেও সরে যাচ্ছেন ধীরে ধীরে। অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) দ্বিতীয় ওয়ান ডে–র আগের দিন তাঁর আচরণ আর কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পদক্ষেপ ঘিরে এখন সরগরম ক্রিকেটমহল।