দ্য ওয়াল ব্যুরো: তাঁরা যত খেলা থেকে সরবেন, খেলাও ছায়ার মতো পিছু হটবে।
রোহিত শর্মা ও বিরাট কোহলির উদ্দেশে এমনই নির্ভেজাল সত্যি স্বচ্ছ আয়নার মতো মেলে ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও রকম লুকোছাপা না করেই মহারাজের বক্তব্য: দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে-নামিবিয়ায় শুরু হতে চলা বিশ্বকাপের আসরে (২০২৭) দুই ক্রিকেটারের ময়দানে নামা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে।