দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের জার্সিতে রোহিত শর্মাকে (Rohit Sharma) শেষবার দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাঁর নেতৃত্বেই ভারত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। এরপর
দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের (BCCI) একাংশ মনে করছে, বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) অগ্নিপরীক্ষা চলবে। সাতাশের বিশ্বকাপের জন্য তাঁরা কতটা প্রস্তুত, ঝালিয়ে নেওয়া হবে ঘরোয়া ক্রিকেটের ময়দানে।
আবার বিসিসিআইয়ের অন্য অংশের মতে, সূচির সংঘাত অবশ্যম্ভাবী। আর সেই কারণেই ভারতীয় এ দলের হয়ে দুই তারকাকে মাঠে নামতে হতে পারে। সেখানে পারফর্ম করতে পারলেই মিলবে বিশ্বকাপে নামার ছাড়পত্র।
দ্য ওয়াল ব্যুরো: ড্রিম ইলেভেনের বিজয়ীকে ক’দিন আগে উপহার দেন নিজের পুরনো গাড়ি ল্যাম্বারগিনি উরুস (Lamborghini Urus)। গ্যারাজের সেই ফাঁক পূরণ করতে এবার নতুন চারচাকা কিনলেন রোহিত শর্মা (Rohit Sharma’s New Car)। ব্র্যান্ড সেই একই, মডেলও। স্রেফ গাড়ির রং বদলে গিয়েছে। সদ্য কেনা ল্যাম্বারগিনির উরুস লাল রঙের (Red Lamborghini Urus)। দেখামাত্র যে কেউ তারিফ করতে বাধ্য!
দ্য ওয়াল ব্যুরো: অধিনায়ক হিসাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই রোহিত শর্মা (Rohit Sharma) এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। রোহিতের দেখানো পথে হেঁটে আন্তর্জা
দ্য ওয়াল ব্যুরো: দেশের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ময়দানে সর্বোচ্চ স্তরের প্রতিযোগীদের মুখোমুখি, চোখে চোখ রেখে লড়েছেন। সামলেছেন একের পর বাঘা বাঘা সাংবাদিকদের। নেমেছেন কখনও লর্ডসে, কখনও মেলবোর্নে। স্টেডিয়াম হাজারো দর্শকের স্লোগানে কেঁপেছে। মুখরিত বন্দনায় শুনেছেন নিজেদের নাম!
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফর (England Series) শেষ। সামনের মাসে এশিয়া কাপের আগে ভারতীয় দলের কোনও আন্তর্জাতিক ম্যাচ নেই। এর মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) ঘিরে। একটি রিপোর্টে দাবি করা হয়, আগামী অক্টোবরেই তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট-জীবনের ইতি ঘটতে পারে। যদি তাঁরা কেরিয়ার দীর্ঘায়িত করতে এবং সাতাশের ওয়ান ডে বিশ্বকাপ দলে জায়গা ধরে রাখতে চান, তবে খেলতে হবে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)।
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সিরিজে (England Series) জায়গা না পাওয়া থেকে বিশ্বকাপের অনিশ্চয়তা—বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) ভাগ্যাকাশ কতটা ঘুটঘুটে, তা ফের সামনে এল একটি রিপোর্টে। জানা যাচ্ছে, দুই মহাতারকাই নাকি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে (Anderson-Tendulker Trophy) নামতে উদগ্রীব ছিলেন। কিন্তু নির্বাচকরা সটান জানিয়ে দেন, চূড়ান্ত বাছাই তালিকায় তাঁদের নাম থাকার সুযোগ কম। যে কারণে দুজনই বাধ্য হয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান। সিদ্ধান্তটা বাকিদের কাছে অপ্রত্যাশিত হলেও এমনটাই হওয়ার ছিল বলে সংবাদপত্র ‘দৈনিক জাগরণে’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে
দ্য ওয়াল ব্যুরো:২০২৪টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে। এরপরই হিটম্যান জানিয়ে দেন, ভারতীয় দলের হয়ে তিনি আর ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট খেল
দ্য ওয়াল ব্যুরো: গতকালই সামনে এসেছিল একটি রিপোর্ট—ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) নাকি রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে আগামী পরিকল্পনা ও তাঁদের কেরিয়ার নিয়ে ‘সৎ’ (Honest), ‘পেশাদার’ (Professional) আলোচনা করতে ইচ্ছুক।
এর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে সামনে এল বড় আপডেট। শোনা যাচ্ছে, দুই তারকা ক্রিকেটারকেই নাকি সাফ সাফ জানিয়ে দেওয়া হবে, আগামী বিশ্বেকাপে (World Cup 2027) তাঁদের জায়গা পাকা নয়। পারফর্ম করতে হবে, প্রমাণ দিতে হবে, বাকিদের মতো ঘরোয়া ক্রিকেটেও অংশ নিতে হবে। তারপর ফর্ম ও ফিটনেস বিবেচনা করে স্কোয়াডে রাখা-না রাখার সিদ্ধান্ত নেওয়ার পালা!