দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) ঐতিহাসিক লালকেল্লার (Red Fort) চত্বরে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন পাঁচ বাংলাদেশি (Bangladeshi) নাগরিক—এমনটাই দাবি করল দিল্লি পুলিশ। সোমবার পুলিশ জানিয়েছে, ওই পাঁচজনই অবৈধ অনুপ্রবেশকারী (Illegal immigrants) এবং তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, “গ্রেফতার হওয়া পাঁচজনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁরা দিল্লিতে শ্রমিকের কাজ করেন। তাঁদের থেকে বেশ কিছু বাংলাদেশি পরিচয়পত্র ও কাগজপত্র উদ্ধার হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।”
#REL