দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার থেকে তেল (Russian Oil) কেনার জন্যই ভারতের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক (Tariff) চাপানো হয়েছে - এই কথাই বলেছিল মারকিং যুক্তরাষ্ট্র প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সিদ্ধান্তের পর অবশ্য ভারত (India) চুপ করে বসে থাকেনি। রাশিয়ান তেল কেনার কারণ ব্যাখ্যা করেছিল এবং শুল্কনীতির মোকাবিলা করার কথাও জানিয়েছিল। তারপর অবশ্য অনেকটা জল গড়িয়েছে। এবার এই ইস্যুতে বিরাট দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তা নিয়েই এখন হইচই।