দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার থেকে তেল (Russian Crude Oil) আমদানির ইস্যুতে কদিন আগেই বিরাট দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বলেছিলেন, নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁকে কথা দিয়েছেন যে ভারত এই তেল কেনা ছেড়ে দেবে। এই বিষয়ে ফের মুখ খুলে কার্যত 'সময়সীমা' (Deadline) বলে দিলেন ট্রাম্প। কবে থেকে তেল কেনা বন্ধ করছে ভারত?