দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) জানালেন, সঙ্ঘে কারও বয়স ৭৫ পার (75 Age Limit) হলেই পদ ছাড়তে হবে— এমন কোনও নিয়ম নেই। তাঁর কথায়, “সঙ্ঘে আমরা সকলে স্বয়ংসেবক। আমাদের যা দায়িত্ব দেওয়া হয়, তাই পালন করতে হয়। সেখানে বয়সকে অজুহাত করা যায় না।”