দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেন সফরে গিয়ে প্রশ্নের ঝড়ের মুখে পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Md Yunus)। তাঁর সরকারের সময়ে বাংলাদেশে গণতন্ত্র (democracy) মানবাধিকার (human rights) ও সংবাদমাধ্যমের অধিকার (violation of freedom of media) হরণের মতো বিষষে এক অনুষ্ঠানে শ্রোতা-দর্শকদের চোখা চোখা প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। আরও তাৎপর্যপূর্ণ হল, প্রশ্নকর্তারা ছিলেন জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। লন্ডন শহরে বহু বাংলাদেশির বাস থাকলেও আমন্ত্রিতদের বেশিরভাগই ব্রিটেনবাসী।