দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফর শেষে ভারতের জাতীয় দল যখন ছুটিতে, তখন ফের নতুন করে আলোচনায় বিরাট কোহলি (Virat Kohli)। খেলার কারণে নয়। এবার চর্চার কেন্দ্রে তাঁর নতুন চেহারা। এই মুহূর্তে লন্ডনে (London) রয়েছেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ছবিতে গায়ে ধূসর জিপ-আপ হুডি, হালকা ধূসর টি-শার্ট ও গাঢ় নীল জগার পরনে ধরা দেন কোহলি। কিন্তু পোশাকের চেয়েও বেশি নজর টানছে তাঁর কাঁচা-পাকা দাড়িগোঁফ (Kohli’s Beard)।