দ্য ওয়াল ব্যুরো: ‘স্পেশাল ওয়ান’ (The Special One) আবার পুরনো ডেরায় ফিরছেন! ২৫ বছর আগের সেই আঁতুড়ঘরে, বেনফিকার (Benfica) কোচ হিসেবে প্রত্যাবর্তনের পথে জোসে মোরিনহো (José Mourinho)। ইউরোপিয়ান ফুটবলে আলোড়ন ফেলে দেওয়া এই পর্তুগিজ কোচের সম্ভাব্য কামব্যাক ঘিরে লিসবনে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
দ্য ওয়াল ব্যুরো: ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ (UEFA Champions League 2025/26) শুরু হল দুর্দান্ত মেজাজে। প্রথম দিনেই নাটক, চমক আর গোলবন্যা। ডর্টমুন্ড–জুভেন্তাস ম্যাচে টানটান ৮ গোলের রোমাঞ্চকর ড্র। অন্যদিকে জয় দিয়ে অভিযান শুরু করল আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, টটেনহ্যাম, করাবাখ আর নবাগত ইউনিয়ন সেইন্ট-গিলোয়েস।
দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের এলিট ফুটবল প্রতিযোগিতা শুরু হতেই উত্তেজনার পারদ আকাশছোঁয়া। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) লিগ-পর্বের ড্র মেলে ধরল একাধিক হেভিওয়েট সংঘর্ষ, নিশ্চিত হল টানটান দ্বৈরথের সম্ভাবনা। একদিকে যেমন লিভারপুল (Liverpool) ও ম্যানচেস্টার সিটি (Manchester City)—ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ক্লাবকে খেলতে হবে রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জারমাঁ (Paris Saint-Germain) পড়ল এমন এক ড্রয়ে, যেখানে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো শক্তিশালী দল অপেক্ষা করছে।
দ্য ওয়াল ব্যুরো: তিনি দেশকে একবার বিশ্বকাপ জিতিয়েছেন। আরও একবার খেতাবজয়ের কাছাকাছি পৌঁছে যান। কিন্তু ট্রফি হাতে তুলতে পারেননি। ঢুঁসো মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নায়কের নিষ্ক্রমণ হয় খলনায়ক বেশে!
সেই অধরা কাজ শেষ করতে ফের একবার জাতীয় দলে (France National Football Team) ফিরতে চাইছেন জিনেদিন জিদান (Zinedine Zidane)। তবে খেলোয়ার্ডের জার্সিতে নয়, কোচের কুর্সিতে। সামনের বছর বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়বেন ফ্রান্সের জাতীয় দলের কোচ ও জিদানের একদা সতীর্থ দিদিয়ে দেশঁ। প্রকাশ্যে সেকথা জানিয়েও দিয়েছেন।