দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর দায়ের করা নিষ্ঠুরতার মামলায় দীর্ঘ এক দশকের আইনি লড়াইয়ের পর বেকসুর খালাস পেলেন অপারেশন সিঁদুরের (Operation Sindoor) অংশ এক সেনা মেজর (Army Major)। মুম্বইয়ের (Mumbai) এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্ট ওই সেনা অফিসার ও তাঁর বাবা-মাকে সব অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।