দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফের একবার কড়া শুল্ক নীতি (New Tarriff) ঘোষণা করলেন, যার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের দুই গুরুত্বপূর্ণ রপ্তানি খাতে- কপার (Copper) ও ফার্মাসিউটিক্যালস (Pharmaceuticals) বা ওষুধে। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, কপার আমদানির উপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। ভবিষ্যতে ওষুধের ক্ষেত্রে শুল্কের হার ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ অগাস্ট থেকে। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, এই সময়সীমা আর বাড়ানো হবে না।