দ্য ওয়াল ব্যুরো: ওয়াশিংটনের (Washington) রাস্তায় ইজরায়েলি দূতাবাসের (Israeli embassy) দুই কর্মীকে খুনের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে ইহুদি বিদ্বেষ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্পেশ্যালে ট্রাম্প লিখেছেন, ঘৃণা ও উগ্রবাদের কোনও স্থান নেই যুক্তরাষ্ট্রে। এমন বিদ্বেষের অবসান দরকার।